গাড়ি ভাংচুর মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীসহ ৮জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

 In চাঁদপুর, প্রধান খবর, শীর্ষ খবর




চাঁদপুর প্রতিনিধি



চাঁদপুরে http://pharmacyonline-incanada.com/ গাড়ি ভাংচুর মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন ও তার স্ত্রী নাজমুন্নাহার বেবিসহ মোট ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বৃহস্পতিবার দুপুর ১টায় চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আতোয়ার রহমান এ আদেশ দেন।



সাবেক পরিকল্পনা buy viagra প্রতিমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীরের গাড়ি ভাংচুরের অভিযোগ এনে মিলনসহ ২০ জনের বিরুদ্ধে ২০০৯ সালে মামলা করেন স্থানীয় কলিম উল্ল্যাহ নামের এক ব্যক্তি। মামলা নাম্বার ৫৫/২০০৯। এ মামলার বাদী ও স্বাক্ষি উপস্থিত থেকে স্বাক্ষ দিলে আদালত মিলনসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি ফরোয়ানা জারি করে। তবে মামলার অন্য ১২জন উপস্থিত থাকায় তাদেরকে জামিন দেয়া হয়।



মিলনের আইনজীবী এড. কামরুল ইসলাম ও মাইনুল ইসলাম জানান, আজ বৃহস্পতিবার (১২মার্চ) ৪টি মামলার হাজিারা দেয়ার কথা ছিল। তবে তিনি বিদেশে অবস্থান করায় আদালতে উপস্থিত হতে পারেন নি। একটি মামলায় viagra 100mg গ্রেফতারি পরোয়ানা জারি করলেও অপর তিনটি জামিন দিয়েছে আদালত।



সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলনের http://pharmacyin-canada.com/ বিরুদ্ধে চাঁদপুরের আদালত ও বিভিন্ন থানায় মোট ৩১টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি ২০১০ সালের ১৪ মার্চ গ্রেফতারের পর দেড়বছর কারাবাস শেষে ২০১১ সালের জুন মাসে তিনি কুমিল্লা কারাগার থেকে মুক্তি পান। বর্তমানে তিনি সৌদি আরবে অবস্থান করছেন বলে জানা গেছে।


Recent Posts

Leave a Comment