চাঁদপুরে ১৮ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

 In চাঁদপুর, প্রধান খবর, শীর্ষ খবর



চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের মেঘনা নদীতে নিষেধজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে আটক ১৮ জেলেকে বিভিন্ন মেয়াদে

কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার রাত ১২টার দিকে চাঁদপুর সদর নৌপুলিশ কার্যালয়ে এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটুল লরেন্স।

এদের মধ্যে ৬জনকে ১বছর, ১১জনকে দুই মাস, একজনকে ১হাজার টাকা জারিমনা করা হয়।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে মেঘণা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাছ ধরা অবস্থায় এসব জেলেকে আটক করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমান আদালতে সাজা দেয়া হয়। জাটকা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Recent Posts

Leave a Comment