ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের শিরোপার জিতলেন জেলা প্রশাসক জুটি
শাহরিয়ার খাঁন কৌশিক ॥
ফারুক মৃধা এন্ড ব্রাদার্স ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের ফাইনালে শিরোপার জিতলেন জেলা প্রশাসক-শেখ বাবুল জুটি। গতকাল সোমবার রাতে চাঁদপুর ক্লাব ব্যাডমিন্টন মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। পরে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলা বিজয়ীদের হাতে ট্রফিতুলে দেন অতিথিবৃন্দ।
ফাইনাল খেলায় ডাবলে জেলা প্রশাসক ও চাঁদপুর ক্লাবের সভাপতি মো. ইসমাইল হোসেন ও শেখ মনির হোসেন বাবুল জুটি বনাম ফিরোজ আহমেদ সুমন ও সফিউদ্দিন আহমেদ জুটি মধ্যে খেলা হয়। খেলায় জেলা প্রশাসক-শেখ বাবুল জুটি জয়লাভ করেন।
পুরুস্কার বিতরণের পূর্বে সভাপতিত্বে এবং
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও চাঁদপুর ক্লাবের সভাপতি মো. ইসমাইল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. আমির জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ নূরী,
চেম্বার অব কমার্স সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, চাঁদপুর ক্লাবের সাধারণ সম্পাদক ডা. এস এম সহিদুল্ল্যাহ, ফারুক মৃধা এন্ড ব্রাদার্স ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের স্পন্সর ফারুক মৃধা প্রমূখ। পরে খেলার বিজয়ী দল ও রানার আপ দলের হাতে পুরুস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, চাঁদপুর ক্লাবের সদস্য ফিরোজ আহমেদ সুমন, ফারুক আহমেদ মৃধা, হাছান আল জায়েদ রিফাই, নুরুল আমিন খান আকাশ, বশির আহমেদ রিপন, সোহরাব উদ্দিন চঞ্চল, তানভীর আহমেদ সিদ্দিকী, শাহেদুল হক মোর্শেদ, শেখ মঞ্জুরুল কাদের সোহেল, শরীফ আহমেদ খান টিটুসহ অন্যান্যরা।