মেঘনার ভাঙনস্থানে সিসি ব্লক ফেলা শুরু
শাহরিয়ার খান কৌশিক ঃ
চাঁদপুর শহর রক্ষা বাধের পুরাণবাজার দোল মন্দির এলাকার
ভাঙন রক্ষার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টা থেকে বিকেল পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে থাকা পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম আতাউর রহমানের উপস্থিতিতে ব্লক ফেলার কাজ আরম্ভ করা হয়। এ কাজের প্রকল্প পরিচালক আশ্রাফুজ্জামান (এসও) জানিয়েছেন, এদিন ভাঙনস্থানে ৩৭৯ টি সিসি ব্লক নদীতে ফেলা হয়।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর চেম্বারের পরিচালক তমাল কুমার
ঘোষ, রাম ঠাকুর দোল মন্দির কমিটির কর্মকর্তা গোপাল চন্দ্র সাহা, সদস্য কানাই পোদ্দার , মাদব রায়, শ্যম সাহা, চিররঞ্জন রায়। এসময় নির্বাহী প্রকৌশলী এস এম আতাউর রহমান জানান, ভাঙানস্থানের ২৫ মিটার বাধ সংরক্ষনে পর্যাপ্ত ব্লক ও বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে। প্রতিদিন কি পরিমান ব্লক ফেলা হচ্ছে আমাদের লোকজন তা তাদারকি করছে। দুই একদিনের মধ্যে জিও ব্যাগ আসা মাত্র বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হবে।