চাঁদপুরে পাগলা কুকুরের কামড়ে শিশু নারীসহ আহত ৪৫

 In শীর্ষ খবর




চাঁদপুর প্রতিনিধি



চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর লালপুর ও মনোহরখাদি গ্রামে পাগলা কুকুরের কামড়ে শিশু নারীসহ অন্তত ৪৫জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টা থেকে বিকেলে ৩ টা পর্যন্ত এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজন চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।



আহতদের মধ্যে রয়েছেন, মামুন (৮), ইমরান (৬), আরিফা (৬), মিম (৭) নাইম (২০), রাজন (১৪) জনি (১৪) খুশি আক্তার (১২) সাবেদা বেগম (৫৫) রীনা বেগম (৩৮), রেখা বেগম (২০), ছকিনা বেগম (৪৫) বিলকিছ বেগম (২৫), নিলুফা বেগম(৪০) মাহমুদা বেগম (২৮) মারফত আলী বেপারী (৬৫), নুর মোহাম্মদ (৫৮) সোহেল (২২) সালমান (৫৫) ইমরান (২৫), মমতাজ বেগম (৪০), ফাতেমা বেগম (৩৬) আবু তালেব (৩০) শিউলী বেগম (২৮) আ: ছাত্তার (২২) নূরে আলম (২৪)। এছাড়া তাৎক্ষণিক ভাবে বাকীদের নাম পরিচয় জানা যায় নি।



স্থানীয় ও আহতরা জানান, একটি পাগলা কুকুর বিষ্ণুপুর গ্রামে প্রথমে একটি শিশুকে কামড়ায়। পড়ে বিষ্ণুপুর, লালপুর ও মনোহরখাদি এ তিনটি গ্রামে শিশু নারীসহ অন্তত ৪০জনকে কামড়ায়। পরে তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসা দেয়া হয়। অহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বিধায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।



চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাজমুল আবেদিন বিষয়টি নিশ্চিত করে বলেন, কুকুরে কামড়ানো রোগীদের র‌্যাবিফোর ভ্যাকসিন ইনজেকশান ছেড়ে দেয়া হয়েছে।


how to get rid of skin tags breast increasement best weight loss pills best male enhancement pills limitless pill

Recent Posts