চাঁদপুরে পিকআপ ভ্যানে আগুন

 In শীর্ষ খবর



চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় একটি পিকআপ ভ্যানে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। মঙ্গলবার সকালে চাঁদপুর-হাইমচর সড়কের লক্ষ্মীপুর এলাকায়

stroke from viagralow dose cialis for edhttp://pharmacy-24h-canadian.com/cialis 2015 commercialviagra brand

এ ঘটনা ঘটায় তারা।

গাড়ির চালক ওয়ালি উল্ল্যাহ জানান, নারায়নগঞ্জ থেকে মাছ নিয়ে এসে চাঁদপুরের চান্দ্রা এলাকায় রেখে আবার নারায়নগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়।

symmetrelhttp://viagra7pharmacy-online.com/http://cialis7days-pharmacy.com/prandin-price.phppharmacyintagra brand onlineartane

পথিমধ্যে চাঁদপুর-হাইমচর সড়কের লক্ষ্মীপুর এলাকায় পাইপ ফেলে গাড়িটির গতি রোধ করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় পিকেটাররা। এসময় হেল্পার সোলেমান মিয়ার গায়ে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেস্টা করলে স্থানীয়রা দেখে ডাক চিৎকার দিলে সটকে পড়ে হরতালকারীরা।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল কাইয়ুম জানান, খবর পেয়ে চাঁদপুর পুরান বাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাড়ি মালিক মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানান ওসি।

brain fog causes @ men’s testosterone pills @ produce more sperm @ buy steroids @ best male enhancement pills

Recent Posts