চাঁদপুরে বিএনপি জামায়াতের পাঁচ কর্মী আটক

 In শীর্ষ খবর



চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর সদর, ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ থেকে বিএনপি জামায়াতের পাঁচ কর্মী আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত এ তিন উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে দুই জন জামায়াত ও তিন জন বিএনপি কর্মী।

পুলিশ জানায়, আটককতৃরা বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করছিল। এমন সংবাদের ভিত্তিতের অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের

buy cialis propecia results timeline is accutane safe provillus vs propecia buy viagra online plavix dosage

বিরুদ্ধে চলমান হরতাল অবরোধের বিভিন্ন সময়ে নাশকতামূলক কর্মকান্ডে অংশগ্রহণেরও অভিযোগ রয়েছে। এছাড়া আটকতৃরা বিভিন্ন সময়ে নাশকতার মামলারও রয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।

online viagra

Recent Posts