চাঁদপুর জেনারেল হাসপাতালের সামনে থেকে ১৭ দালাল আটক

 In চাঁদপুর, শীর্ষ খবর




চাঁদপুর প্রতিনিধি:



২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন প্যাথলজি, ডায়াগনিষ্টিক সেন্টার ও বেসরকারি হাসপাতালের ১৭ দালালকে আটক করেছে। আটককৃত দালালদের মধ্যে ১৩ জন মহিলা ও ৪ জন পুরুষ। চাঁদপুর সদর মডেল থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে এ cialis samples অভিযান পরিচালনা করে।



পুলিশ জানায়, আটককৃতরা হাসপাতালে আগত রোগিদের টেনে হেঁচড়ে তাদের প্যাথলজি, ডায়াগনিষ্টিক সেন্টার ও বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। এর পর পরীক্ষা viagra নীরিক্ষা ও parkview pharmacy চিকিৎসার নামে

মোটা অংকের টাকা আদায় করে।



বিনিময়ে বিভিন্ন প্যাথলজি, ডায়াগনিষ্টিক সেন্টার naion and cialismillennium pharmacy বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ তাদের মোটা অংকের কমিশন প্রদান করে। এসব অপকর্মের সাথে সরকারি হাসপাতালের ডাক্তার, নার্সসহ স্টাফদেরও অনেকেই জড়িত। generic viagra online

Recent Posts

Leave a Comment