চাঁদপুর জেনারেল হাসপাতালের সামনে থেকে ১৭ দালাল আটক
চাঁদপুর প্রতিনিধি:
২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন প্যাথলজি, ডায়াগনিষ্টিক সেন্টার ও বেসরকারি হাসপাতালের ১৭ দালালকে আটক করেছে। আটককৃত দালালদের মধ্যে ১৩ জন মহিলা ও ৪ জন পুরুষ। চাঁদপুর সদর মডেল থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে এ cialis samples অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, আটককৃতরা হাসপাতালে আগত রোগিদের টেনে হেঁচড়ে তাদের প্যাথলজি, ডায়াগনিষ্টিক সেন্টার ও বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। এর পর পরীক্ষা viagra নীরিক্ষা ও parkview pharmacy চিকিৎসার নামে
মোটা অংকের টাকা আদায় করে।
বিনিময়ে বিভিন্ন প্যাথলজি, ডায়াগনিষ্টিক সেন্টার naion and cialis ও millennium pharmacy বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ তাদের মোটা অংকের কমিশন প্রদান করে। এসব অপকর্মের সাথে সরকারি হাসপাতালের ডাক্তার, নার্সসহ স্টাফদেরও অনেকেই জড়িত। generic viagra online