চাঁদপুরে পিকআপ ভ্যানে আগুন, আটক ৮

 In শীর্ষ খবর




চাঁদপুর প্রতিনিধি



চাঁদপুর শহরের ট্রাকরোড এলাকায় একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে online pharmacy reviews হারতাল সমর্থকরা। রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। অপর দিকে রোববার রাত থেকে সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত নাশকতার চেস্টার ঘটনায় জেলার বিভিন্ন স্থান থেকে এক শিবির কর্মীসহ বিএনপির ৮ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ।



পিকআপভ্যান চালক আবদুস ছোবহান জানান, লক্ষ্মীপুরের রায়পুর viagra ingredients যাওয়ার উদ্দেশ্যে গাড়ি প্রস্তুত করি। পরে গাড়িটি ঘরের সামনে রাস্তায় রেখে ভেতরে ঢুকলে এর কিছুক্ষণের মধ্যেই আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থকরা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।



চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার http://pharmacyincanada-online.com/ পর পর ৩জনকে আটক করা হয়েছে। তার pharmacy online এ ঘটনার সাথে সম্পৃক্ত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।


http://cialisresultgroup.com

Recent Posts