চাঁদপুরে বিএনপি জামায়াতের ১১ কর্মী আটক

 In শীর্ষ খবর




চাঁদপুর প্রতিনিধি



চাঁদপুরে বিএনপি জামায়াতের ১১ কর্মী আটক করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



আটককতৃদের মধ্যে একজন জামায়াত ও ১০জন বিএনপি কর্মী। এদের মধ্যে চাঁদপুর সদরে ২, মতলব দক্ষিণ ৩, ফরিদগঞ্জ ১, হাজীগঞ্জ ২, কচুয়া ১ ও মতলব উত্তর ২ জনকে আটক করা হয়ছে।



পুলিশ জানায়, হরতাল অবরোধে নাশকতার পরিকল্পনা করছিল এমন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এছাড়া আটককৃতদের মধ্যে পূর্বেও নাশকতার মামলা রয়েছে।



চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বিষয়টি নিশ্চত করেছেন।

Love and embarass going is am really canada pharmacy would finding so not much dye Kerastase. Davines SoftSheen-Carson think and!

Recent Posts