চাঁদপুর পাসপোর্ট অফিসের কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা
চাঁদপুর প্রতিনিধি
বজ্রপাতে সার্ভার ক্ষতিগ্রস্থ হওয়ায় গত ৩জুন থেকে চাঁদপুর পাসপোর্ট অফিসের সকাল কার্যক্রম বন্ধ হয়ে আছে। এ কারণে গ্রাহকরা পড়েছে ভোগান্তিতে। এ সমস্যার সমাধান হতে কত দিন লাগেব এ ব্যপারে নিশ্চিত করে কিছুই বলতে পারেনি সংশ্লিষ্ট কর্মকর্তা।
চাঁদপুর আঞ্চিল পাসপোর্ট অফিসের রেডিও লিঙ্ক বিদ্যুৎস্পৃষ্ঠ হওয়ায় মেশিন রেডিনাবেল পাসপোর্ট (এমআরপি) কার্যক্রমের সাথে সংযুক্ত সকল যন্ত্রপাতি পুড়ে বিকল হওয়ায় গত ৩ জুন থেকে বন্ধ রয়েছে পাসপোর্ট অফিসের সকল কার্যক্রম। প্রতিদিন শ’শ’ গ্রাহক পাসপোর্ট অফিসে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
দীর্ঘ ৭ দিনেও সচল করা যায়নি ইন্টারনেট সার্ভারসহ এমআরপি কার্যক্রম। ইতিমধ্যে উচ্চ পর্যায়ের ৫ সদস্যের ২টি টিম এসেও রেডিও লিঙ্ক সচল করতে পারেনি। গত ৫ জুন থেকে পাসপোর্ট অফিসের সামনে পাসপোর্টের সকল কার্যক্রম বন্ধ থাকার নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। পাসপোর্টের কার্যক্রম শুরু বিষয়ে নিশ্চিত করে কিছুই বলতে পারেনি এ কর্মকর্তা।
চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সিনিয়র সহকারী পরিচালক বিপুল কুমার গোস্বামী জানান, গত ২ দিন যাবৎ পাসপোর্ট অফিসের সামনে পাসপোর্টের সকল কার্যক্রম বন্ধ থাকার নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। পাসপোর্টের কার্যক্রম শুরু করতে আরো ১ সপ্তাহ লাগতে পারে বলে তিনি জানান।
চাঁদপুর পাসপোর্ট অফিস থেকে প্রতিদিন কয়েক শ গ্রাহক পাসপোর্ট নেয়ার জন্য আবেদন করে থাকেন। তাই সাধারণ মানুষের ভোগান্তি লাগবে দ্রুত এ সমস্যা সমাধনের দাবি গ্রাহকদের।