হাজীগঞ্জে অপহরণের শিকার দুই যুবক
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জে দুই যুবক অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ করেছে স্বজনরা। এঘটনায় অপহৃতদের চাচা আবুল বাসার গত ১০ মার্চ হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।
অপহৃতরা হলেন, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৭ নম্বর বড়কুল ইউনিয়নের ঝাকনী পাটওয়ারী বাড়ীর মৃত লুৎফুর রহমানের ছেলে মিজানুর রহমান জসিম (২৭) ও ফারুক হোসেন পাটওয়ারীর ছেলে আল-আমিন (২০)।
অপহৃতরা সম্পর্কে চাচাতো জেঠাতো ভাই। মিজানের মা ও স্ত্রীসহ এক সন্তান রয়েছে। সে কৃষি কাজ করতো। আর আল আমিন সবেমাত্র এইচএসসি পাস করেছে।
মামলার এজহারে জানা যায়, মিজান ও আল-আমিন গত ২ ফেব্রুয়ারী দুপুরে বাড়ী থেকে বের হয়। পরে বহু খোঁজাখুঁজির পর কোন সন্ধান মেলে নি। মার্চের প্রথম সপ্তাহে মালশিয়া থেকে ০০৬০১৬৪৮২২৯৮৫ নম্বরে তাদের চাচা আবু তাহের পাটওয়ারীর মুঠোফোনে মুক্তিপণ দাবী করে। পরে মুক্তিপণের টাকা পাঠাতে একটি বিকাশ নম্বর দেয় চক্রের সদস্যরা। পরিবারের পক্ষ থেকে ব্যাংক একাউন্ট চাওয়া হয়। তারপর মালশিয়া থেকে ওই নম্বরে গত ৭ মার্চ মামলার আসামী মো. আল আমিন ইসলাম ব্যাংক একাউন্ড নম্বর দেয়া হয়। চট্টগ্রামের পটিয়া শাখার ইসলামী ব্যাংক একাউন্ট নম্বরটি ৩৩২৬৬। একাউন্ট হোল্ডার আল-আমিন ইসলামের গ্রামের বাড়ী পটুয়াখালী জেলার বদরপুর গ্রামের আবদুল মান্নান খানের ছেলে। সে চট্টগ্রাম আদালতে একটি বিশেষ শাখা সরকারী চাকুরীরত।
মিজানুর রহমানের মা রৌশন আরা বলেন, তারা আমার ছেলেক মেওে কান্নার আওয়াজ শুনিয়ে মুক্তিপন দাবি করছে। আমার ছেলে কান্না করতে করতে বলে ‘মা, টাকা দেন,আমাকে বাঁচান’। আল-আমিনের মা সালেহা বেগম বলেন, ‘মামলা করার পর এখন আর ফোন করছে না। বর্তমানে ওই নম্বরটি বন্ধ রয়েছে।’
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শামীম আহমেদ জানান, ‘ব্যাংক একাউন্ড নম্বরটিকে পুঁজি করেই তদন্ত কার্যক্রম চলছে।’ ইতোমধ্যে চট্টগ্রামের পটিয়া শাখায় যোগযোগ করে ওই আল-আমিন ইসলামকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তিনি উর্ধ্বতন সরকারী কর্মকর্তা হওয়ায় মামলার পুর্ণাঙ্গ তদন্ত ছাড়া গ্রেফতার করা যাচ্ছে না। তবে মামলাটি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ সিআইডির সহযোগিতা নিয়ে ব্যাংক স্ট্র্যাটম্যান ও প্রয়োজনী তথ্যাদি সংগ্রহ করা
হচ্ছে।
হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম জানান, বিষয়টি নিয়ে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ মনিটরিং করছে।
Greasy consistency. Burned matching magically get for short tadalafil that lesser it handy look different a touch!