নতুন পোস্টপেইড একুইজশন প্যাক রবির
স্টাফ রিপোর্টার: সময়ের সঙ্গে গ্রাহকের প্রয়োজন ও চাহিদার পরিবর্তনের বিষয়টি মাথায় রেখে সম্প্রতি একটি
নতুন পোস্টপেইড একুইজিশন প্যাক চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। রবির নতুন এ পোস্টইেড প্যাকটির
সঙ্গে ফ্রি কানেকশন পাবেন গ্রাহক। কিন্তু সিকিউরিটি ডিপোজিট হিসেবে ৫০০ টাকা জমা দিতে হবে যা ফেরতযোগ্য। অপারের অংশ হিসেবে গ্রাহক ৫০০ টাকা মূল্যমানের সেবা উপভোগ করতে পারবেন। এছাড়া গ্রাহক দিন-রাত ২৪ ঘন্টা যে কোন অপারেটরে প্রতি ১০ সেকেনেড ১০ পয়সা, যে sms tracker কোনো স্থানীয় অপাটেরে প্রতি এস.এম.এস ৩৫ পয়সা ও প্রতি মেগাবাইট ইন্টারনেট ৫০ পয়সা sms tracker app হিসেবে ব্যবহার করতে পারবেন। এ প্যাকে কোনো লাইন রেন্ট নেই। গ্রাহক ৪৮ ঘন্টার best scholarship essay মধ্যে অ্যাক্টিবেশন বোনাস হিসেবে ৫০০ মেগাবাইট ডাটা, ৫০০টি এস.এম.এস sms tracker app ও ৫০০টি এম.এস.এস essay for college admission পেয়ে যাবেন, যার মেয়াদ থাকবে এক মাস। এছাড়া বিনামূল্যে তিন মাস মেয়াদি ডেইলি নিজউ এলার্ক ও কল ব্যাক সার্ভিস গ্রহণ করতে পারবেন গ্রাহক। একমাত্র নতুন পোস্টডেইড গ্রাহকই অ্যাক্টভেশন বোনাসটি উপভোগ করতে পারবেন। বর্তশান পোষ্টপেইড গ্রাহক নতুন পোস্টপেইড একুইজেশন
প্যাকে মাইগ্রেট করার মাধ্যমে অ্যাক্টিবেশন বোনাসটি ছাড়া বাকি সব ট্যারিফ ও বেনিফিটগুলো পাবেন। মাইগ্রেশনের জন্য *১৪০*৫২# নম্বরে ডায়াল বা ১০ স্পেস অন লিখে ৮২৪৪ ন্বরে এসমএম.এস করতে হবে।