শহরে বাড়ছে ফিটনেস বিহীন সিএনজি অটোরিক্সা
শাহারিয়ার খান কৌশিক ॥
বাংলাদেশ বৃট্রিশ শাসনামলে আমলে চাঁদ সওদাগরের নামের অনুকরণে নাম রাখা চাঁদপুর। রূপালী ইলিশের ঐতিহ্যবাহী শহর হচ্ছে চাঁদপুর । কোলাহল মুক্ত, যান্ত্রিক গোলযোগ, মানুষের হানাহানি থেকে মুক্ত একটি স্বচ্ছ শহর হচ্ছে viagra cvs চাঁদপুর। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে চাঁদপুরের বিভিন্ন সড়কে নামছে লাইন্সে বিহীন ব্যাটারি চালিত অটোরিক্সা, ফিটনেস বিহীন সিএনজি স্কুটার ও চোরাই মটরসাইকেল। এসকল যান্ত্রিকত্র“টি বিচ্যুচিত পরিবহনগুলো বেপরোয়া গতিতে চালানোর ফলে ঘটছে অহর অহর মারাত্মক দুর্ঘটনা। ফলে কেউ হারাচ্ছে মা-বাবা, কেউ হারাচ্ছে ভাই-বোন আবার কেউ বা হচ্ছে সারাজীবনের জন্য পঙ্গু ।
গত বুধবার বিকেল ৫টায় অদক্ষ চালকের চালনার কারণে বাগাদী গাছতলা পীর সাহেবের বাড়ির সামনে মটরসাইকেল দুর্ঘটনায় যশোর নজরুল ইসলামের ছেলে আর.এফ.এল কোম্পানীর kings pharmacy nyc চাঁদপুর প্রতিনিধি আঃ গফুর (২৯) মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার সহযোগী চাঁদপুর সরকারি কলেজের অর্নসা চতুর্থ বর্ষের ছাত্র মুনতাসির (২৬) গুরুত্বর আহত হয়েছে। চাঁদপুরে সিএনজি স্কুটারের অধিকাংশ ড্রাইভারের canadian pharmacy online নেই ড্রাইভিং লাইসেন্স, নেই কোন সঠিক যোগ্যতা। ব্যাটারি চালিত লাইসেন্স বিহীন অটো বাইকের কারনে শহরের বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত যানযটের স্বীকার হচ্ছে চাঁদপুরবাসী।
এতে করে অসিফগামী, স্কুল ও কলেজ ছাত্র/ছাত্রীরা সঠিক pill cutter for viagra সময়ে তাদের গন্তব্যে পৌছাতে ব্যর্থ হয়। এই যানযটের প্রধান কারন অদক্ষ ড্রাইভার ও লাইসেন্স বিহীন গাড়িগোড়া বেপরোয়া গতিতে চালাতে গেলে এই যানযটের সৃষ্টি হয়। শহরের প্রত্যেকটি টানিং পয়েন্টে ট্রাফিক পুলিশের সার্জেন্ট ও কনেষ্টবল থাকার কথা থাকলেও
যথাযথস্থানে নেই ট্রাফিক পুলিশ। ফলে ড্রাইভার রা তাদের মন মন গাড়ি চালাচ্ছে। গাড়ি পাকিং এর নির্ধারিত স্থান না থাকায় সেখানে সেখানে করছে পাকিং। শহরের নতুনবাজার ও পুরানবাজার এলাকায় এই ব্যাটারি চালিত অটো বাইক প্রতি নিয়ত দেখা যাচ্ছে। ঈদকে সামনে রেখে সিএনজি স্কুটার, ব্যাটারি চালিত অটোবাইকের ড্রাইভারা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে।
সিএনজি স্কুটার গুলোতে মিটারে যাত্রীসেবার কথা থাকলেও তারা মিটার বন্ধ করে যাত্রীদের সাথে দরদাম কষাকসি করে তাদের কে নিয়ে যায়। দূর দুরান্তের যাত্রীদের সাথে মাঝে মাঝে খারাপ ব্যবহার করে। ঈদে চাঁদপুরের সাধারণ মানুষের একটাই দাবী, বি.আর.টি.আই ও চাঁদপুর জেলার ট্রাফিক বিভাগ সম্বনয়ে করে প্রতিটি স্থানের একটি নির্ধারিত ভাড়া নির্ধারণ করে সাধারণ জনগণ অনেকটাই উপকৃত হবে।