চাঁদপুররে কচুয়ার ভূইয়ারা স্কুলরে ছাত্র-ছাত্রীদরে উপর হামলা : ৮ আসামী জলে হাজতে

 In চাঁদপুর, শীর্ষ খবর




চাঁদপুর প্রতিনিধি:



চাঁদপুররে কচুয়ার ভূইয়ারা স্কুলের র্অধশত ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের উপর হামলার ঘটনায় আটকৃত ৮ আসামীকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে ।



গ্রেফেতারকৃত আসামী মনির হোসেন, ফারুক হোসেন, মােঃ লটিন, মােজাম্মলে হোসনে ,পপি আক্তার , ওয়াজি উল্যাহ, সবুজ ও আলাউদ্দনি ছাত্র-ছাত্রীদরে উপর হামলার অন্যতম হোতা হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৭ দিন করে রিমান্ডর আবেদন করে ।



মঙ্গল দুপরে আসামীদের চাঁদপুরের জৈাষ্ঠ্য বিচারিক হাকিম রাজিব কুমার বিশ্বাসের আদালতে হাজির করা হলে আদালত রিমান্ড শুনানীর জন্য পরর্বতী তারিখ রেখে আদালত সবাইকে জেল হাজতে প্ররণ করেন।



১৫ আগস্ট শোক দিবস উদযাপনের জন্য চাঁদা না পেয়ে গত রোববার স্কুলের শিক্ষক ও ছাত্র ছাত্রীদের উপর হামলা করে আওয়ামীলীগ যুবলীগ নামধারী উল্লেখিত আসামীরা ।

Recent Posts

Leave a Comment