ফরিদা ইয়াসমীন আর নেই

 In প্রধান খবর, বিনোদন, শীর্ষ খবর

জনপ্রিয় কণ্ঠশিল্পী ফরিদা ইয়াসমীন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার বাদ মাগরিব রাজধানীর বারডেম হাসপাতালে তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় মৃত্যুবরণ করেন।

ফরিদা ইয়াসমীনের ভাগনে কণ্ঠশিল্পী আগুন সংবাদমাধ্যমকে তথ্য নিশ্চিত করেন।

আগুন বলেন, “বার্ধক্যজনিত অসুস্থতার কারণে সপ্তাহ খানেক আগে খালাকে (ফরিদা ইয়াসমীন) শাহবাগের বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আজ বাদ মাগরিব মৃত্যুবরণ করেন। রোববার তার মরদেহ সেগুনবাগিচার বাসায় নেয়া হবে।”

সেবা প্রকাশনীর স্বত্বাধিকারী কাজী আনোয়ার হোসেন ও ফরিদা ইয়াসমীন দম্পতির দুই ছেলে। তাদের ছোট ছেলের স্ত্রী মাসুমা হোসেন জানান, রোববার দুপুরে সেগুনবাগিচায় জানাজা শেষে বনানী কবরস্থানে এই কণ্ঠশিল্পীকে দাফন করা হবে।

জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান

নূর।

একনজরে ফরিদা ইয়াসমীন: ১৯৫৮ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত সিনেমা আর রেডিওর গানে ফরিদা ইয়াসমীনের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। সে সময় তিনি আধুনিক বাংলা গান, উর্দু গান ও গজলে বিশেষ পারঙ্গমতার পরিচয় দেন। খ্যাতিমান কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীনের বড় বোন ফরিদা ইয়াসমীন। তাদের পাঁচ বোনের মধ্যে চারজনই সঙ্গীতশিল্পী ছিলেন। অন্য দুই বোন হলেন নীলুফার ইয়াসমীন ও ফওজিয়া খান।

Recent Posts

Leave a Comment