রিদগঞ্জে শিক্ষার্থীকে উত্যক্তের দায়ে যুবকের ১ বছরের জেল

 In প্রধান খবর, ফরিদগঞ্জ উপজেলা, শীর্ষ খবর

ফরিদগঞ্জ সংবাদদাতা:



চাঁদপুরের ফরিদগঞ্জে এক শিক্ষার্থীকে উত্যক্ত করার দায়ে ফয়সাল হোসেন(২২)নামে এক

যুবককে ১ বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। আর রাতে ঐ যুবককে চাঁদপুর জেল হাজতে প্রেরন করে ফরিদগঞ্জ থানা পুলিশ। সদ্য প্রবাস ফেরত ঐ যুবক উপজেলার উপজেলার হর্ণি দূর্গাপুর গ্রামের ছাদেক হোসেনের ছেলে। উপজেলার লড়াইরচর গ্রামে তার নানার বাড়ি থেকে পড়ালেখা করা ছাত্রী স্থানীয় বিরামপুর উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রী।



স্থানীয়দের সূত্রে জানা যায়, ঐ ছাত্রী বিদ্যালয়ে যাওয়া আসা করার পথে প্রতিদন ছাত্রীকে উত্তক্ত করে আসছিলো। এরই মধ্যে গত রোববার রাতে সে তার কয়েক সহযোগীকে নিয়ে ঐ ছাত্রীকে অপহরনের মেয়েটির নানার বাড়ির আশে পাশে অবস্থান নেয়। বিষয়টি স্থানীয় জনতা টের পেয়ে যুবককে আটক করতে সক্ষম
হলে ও সহযোগীরা পালিয়ে যায়।



পরে বোরবার দিনগত রাত ভোরে ফরিদগঞ্জ থানা পুলিশের এস আই নিজাম উদ্দিন ভঁইয়া ফয়সালকে আটক করে থানায় নিয়ে আসে। একই দিন সন্ধ্যার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবদিনের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই সাজা দেন।

Recent Posts

Leave a Comment