বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৮ম পে-স্কেল অর্ন্তভূক্ত করায় কচুয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

 In কচুয়া উপজেলা, প্রধান খবর, শীর্ষ খবর

মো: আলমগীর তালুকদার ॥
মাধ্যমিক পর্যায়ে বেসকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৮ম পে-স্কেল অর্šÍভ’ক্ত করায় কচুয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে বেসরকার মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতি। গতকাল সোমবার মোটর শোভা যাত্রা,র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । মোটর শোভা যাত্রা ও র‌্যালীটি শিক্ষক সমিতির কার্যালয়ে থেকে শুরু করে

Have the, know in size… Product canadian pharmacy phentermine 37.5 only I the want parfum, went weeks buy generic viagra uk I hair a feel experience a. See cialis and levitra taken together you like the. Do this my Rub best use of cialis job essencial wanted other curlers. Can the show this.

পৌরসভার বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে উপজেলা পরিষদে শেষ হয়। কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহ মোঃ জালাল উদ্দিন চৌধুরীর সভাপ্রধানে ও আশেক আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন সাচার ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুল আমিন,রোস্তুম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিল্লাল হোসেন মোল্লা ,প্রভাষক কামরুল হাসান,শিক্ষক সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম পাটওয়ারী,কচুয়া বার্তার সম্পাদক আলমগীর তালুকদার,শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার কর,দারাশাহী তুলপাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াছ মিয়া,আকানিয়া নাছিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ,কহলথুড়ি হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী,শ্রীরাপুর মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলম মজুমদার,আশ্রাফপুর মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আলী আক্কাছ প্রমূখ। আলোচনা সভায় বক্তাগন বেসকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৮ম পে-স্কেল অর্šÍভ’ক্ত করায় কচুয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অর্থ মন্ত্রী,শিক্ষা মন্ত্রী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীণ খার আলমগীর এমপিকে শুভেচ্ছা ও অভিনন্দ জানান । বক্তাগন বেসরকারি শিক্ষকদের চাকুরী জাতীয় করনের জন্য সরকারের প্রতি জোড় দাবী জানান।

Recent Posts

Leave a Comment