স্বস্তির বৃষ্টিতে জনভোগান্তি
আশিক বিন রহিম
চাঁদপুরে তীব্র গরমে হঠাৎ করেই শুক্রবার দুপুর থেকে শুরু হয় বৃষ্টি। এ বৃষ্টি জনমনে স্বস্তি নিয়ে আসলেও টানা বৃষ্টিপাতের কারনে ভোগান্তিতে পড়েছে শ্রমজীবী ঘরে ফেরা মানুষেরা। দুপুরের দিকে মেঘনা নদীতে বজ্রপাতে নবীর হোসেন নামের এক ট্রলার শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
চাঁদপুর আবহাওয়া অফিস জানায়, শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ৬৮ মিলি মিটির বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরো কয়েক দিন থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
চাঁদপুর আবাহাওয়া অফিসের পযর্বেক্ষক আজহারুল ইসলাম বিষযটি নিশ্চিত করেছেন।
Recent Posts