হান্নান শাহর মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন।
জানা গেছে, বুধবার রাত ৯টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে হান্নান শাহ্’র মৃতদেহ। পরে মরদেহটি কুর্মিটোলা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হবে।
বৃহস্পতিবার সকাল ১০টায় মহাখালীর নিউ ডিওএইচএস জামে মসজিদে প্রথম নামাজে জানানা অনুষ্ঠিত হবে। এরপর সকাল সাড়ে ১১টায় সংসদ ভবন প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। একইদিন বাদ জোহর বিএনপি পার্টি অফিসে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
পরদিন শুক্রবার সকাল ৯টায় গাজীপুরের রাজবাড়ি মাঠে চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সকাল সাড়ে ১০টায় কাপাসিয়া পাইলট হাইস্কুল মাঠে চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে। বাদ জুমা সর্বশেষ নিজ গ্রাম ঘাগটিয়ার তালা হাইস্কুল মাঠে পঞ্চম জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।