হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. ওয়াহিদুল আলম জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাসের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় রাস্তার পাশে দাঁড় করিয়ে সেটির ইঞ্জিন মেরামত করা হচ্ছিল। এসময় চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান বাসটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি রাস্তায় দাঁড়ানো যাত্রীদের ওপর উঠে পড়লে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান।
চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
চট্টগ্রামের মীরসরাই উপজেলার বটতাকিয়া এলাকায় শনিবার ভোরে এক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থেমে থাকা যাত্রীবাহী একটি বাসে পেছন থেকে আসা কাভার্ড ভ্যান ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
Recent Posts