বিবি বলছিলেন, ‘প্রীতিলতা আমাদের কাছে একটা সাহসের নাম। আমি শুধু সাপ ভয় পাই, সে হয়ত তাও ভয় পেত না। এ কারণেই আমি কাজ করতে রাজি হয়েছি। আমাকে যে কেউ এসে তার ছবিতে কাজ করতে বললে হয়ত করতাম না।’
মাত্র ২১ বছরের প্রীতিলতা ওই সময়কার যেকোনো নারীর তুলনায় সাহসে, ফ্যাশনে, পড়াশোনায় এগিয়ে ছিলেন। এসব উল্লেখ করে বিবি রাসেল বলেন, ‘আমার কাছে উনি একজন স্টাইল আইকন। ওই সময়কার যেকোনো নারীর ছবি আর উনার ছবি পাশাপাশি রেখে দেখবেন উনি কতটুকু আলাদা। উনি কেমন করে চুল বাঁধতেন, কেমন করে শাড়ি পড়তেন, কেমন করে দাঁড়াতেন— এর সবই ছিল আলাদা। উনি পড়াশোনায় ভাল ছিলেন। সবকিছুই মাথায় রেখে আমি কস্টিউম ডিজাইন করব।’
বিবি রাসেল এর আগে ‘দ্বিতীয় পক্ষ’ ও ‘মনের মানুষ’-এর কস্টিউম ডিজাইন করেছিলেন। ছবিগুলোর শুটিংয়ে উনি ছিলেন। এর কারণ হিসেবে বলেন, ‘এখন শুধু কস্টিউম ডিজাইন করে দিলেই তো হবে না। আমাকে ওই মহূর্তে লোকেশন, লাইট, সহ-শিল্পীদের পোশাক সবকিছু জানতে হবে। এতে জিনিসটা আরো ভাল হবে। এ ছবির শুটিংয়েও অধিকাংশ দিন আমি থাকার চেষ্টা করব।’
তিনি শুধু মূল চরিত্রের কস্টিউম ডিজাইন করছেন না, একটা দৃশ্যে আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষদের পোশাকেরও ডিজাইন করবেন। বিবি রাসেল আরো জানালেন তিনি ছবিটির পাণ্ডুলিপির প্রতিটি পাতা পুঙ্খানুপুঙ্খভাবে পড়ছেন।
যেহেতু ছবির গল্পে একটা সময়কে তুলে ধরা হচ্ছে, সে ক্ষেত্রে সম্পূর্ণ গ্রামীণ তাঁতের পোশাক ব্যবহার করবেন। এ নিয়ে বলছিলেন, ‘ওই সময় মানুষরা তাঁতের কাপড় বেশি পরত। আমার জন্য বিষয়টি ভালই হয়েছে। তবে পোশাক ডিজাইনে ওই সময়টা তো তুলে আনবই, এর সাথে আমার ফিউশন তো থাকবে।’
এদিকে পরিচালক রাশিদ পলাশ ছবিটির প্রধান চরিত্রে অভিনয় শিল্পীর নাম এখনই প্রকাশ করতে চান না। তিনি এ নিয়ে বলেন, ‘প্রীতিলতার ছবি সবাই দেখেছেন। তাই হুট করে কোনো শিল্পীর নাম ঘোষণা করে দিলে সবাই তার মধ্যে প্রীতিলতাকে খোঁজা শুরু করবেন। আমরা শিল্পীর লুকসহ অন্যান্য কিছু ঠিক করে তবেই তাকে সবার সামনে আনব।’
ছবিটি প্রযোজনা করছে প্রীতিলতা ট্রাস্ট। খুব শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে।