মুন্সীগঞ্জ সদর খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুচ জানান, ২৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে নৌ-ভ্রমণে গিয়ে স্কুলছাত্র আরাফাত হোসেন পানিতে ডুবে মারা যায়। এ নিয়ে বৃহস্পতিবার বিকেলে মুন্সীগঞ্জ শহরের বাগবাড়ি মসজিদ প্রাঙ্গণে সালিশি বৈঠকে পঞ্চসার ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রত্যেক শিক্ষার্থীকে ২৫টি করে বেত্রাঘাত করেন। এতে ২৩ শিক্ষার্থী গুরুতর আহত হয়।
এছাড়া সবাইকে মোট সাড়ে ১২ লাখ টাকা জরিমানা করা হয়।