মুন্সীগঞ্জে স্কুলছাত্রদের বেত্রাঘাত, চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

 In শীর্ষ খবর

 

মুন্সীগঞ্জে স্কুলছাত্রদের বেত্রাঘাত, চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

মুন্সীগঞ্জে নৌ-ভ্রমণে গিয়ে স্কুল ছাত্র আরাফাত হোসেন অপমৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার গ্রাম্য সালিশে বেত্রাঘাতে ২৩ শিক্ষার্থী আহত হয়েছে। এসময় শিক্ষার্থীদের সাড়ে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে আহত মো. সুমনের বাবা তোফাজ্জল হোসেন বাদী হয়ে পঞ্চসার ইউপি চেয়ারম্যানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় বৃহস্পতিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিনজনকে আটক করেছে পুলিশ।

মুন্সীগঞ্জ সদর খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুচ জানান, ২৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে নৌ-ভ্রমণে গিয়ে স্কুলছাত্র আরাফাত হোসেন পানিতে ডুবে মারা যায়। এ নিয়ে বৃহস্পতিবার বিকেলে মুন্সীগঞ্জ শহরের বাগবাড়ি মসজিদ প্রাঙ্গণে সালিশি বৈঠকে পঞ্চসার ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রত্যেক শিক্ষার্থীকে ২৫টি করে বেত্রাঘাত করেন। এতে ২৩ শিক্ষার্থী গুরুতর আহত হয়।

এছাড়া সবাইকে মোট সাড়ে ১২ লাখ টাকা জরিমানা করা হয়।

Recent Posts

Leave a Comment