হাজার হাজার মণ ইলিশে ভরপুর আড়ৎগুলো
জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ; আর তাই এই ব্যস্ততা। ক্রেতা-বিক্রেতারা বলছেন, গত ১০ বছরে ভরা মৌসুমেও সর্বোচ্চ চারশো মণ ইলিশ বেচাকেনা হয়েছে। তবে এ বছর সেই চিত্র পাল্টেছে। হঠাৎ করেই বেড়েছে ইলিশের সরবরাহ; চাঙ্গা হয়ে উঠেছে বাজার।
ব্যবসায়ী নেতারা বলছেন, চলতি বছর ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযানের সুফল পাচ্ছেন তারা। জানান, আগামীতে অভিযানের ধারাবাহিকতা থাকলে, নদীতে আরও বেশি ইলিশ ধরা পড়বে।
মৎস্য কর্মকর্তাদের মতে, জেলেদের আন্তরিকতার কারণেই বাজার ভরে গেছে রূপালি ইলিশে। ৮ মাসের পরিবর্তে সারা বছর জাটকা নিধন বন্ধের পক্ষেও মত দেন তারা।
মা ইলিশ রক্ষায় প্রতিবছর ১৫ দিন নদীতে জাল ফেলা নিষেধ থাকলেও এবার তা বাড়িয়ে ২২ দিন করা হয়েছে। যা শুরু হবে আগামী ১২ অক্টোবর।