হাতি নিয়ে মজার ৯ তথ্য

 In বিশেষ প্রতিবেদন

 

হাতি নিয়ে ছোটবেলা থেকে অনেক মুখরোচক গল্প শুনে আসছি। হাতি মানুষের বন্ধু, হাতির স্মৃতিশক্তি দারুণ… ইত্যাদি ইত্যাদি। ভারত-শ্রীলঙ্কা ও নেপালে হাতিকে দেবতা হিসেবে পূজা করা হয়। দীর্ঘদেহী এ প্রাণিটি মৌমাছিকে যমের মতো ভয় পায়। আসুন হাতি নিয়ে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক।

আপনি পুরুষ না নারী গলার আওয়াজ শুনেই বুঝতে পারে হাতি। নিজেদের মধ্যেও এ ফারাকটা বুঝে নিতে অসুবিধা হয় না।

  • সবচেয়ে বড় হাতির রেকর্ড ওজন ১০ হাজার ৮৮৬ কিলোগ্রাম। আর উচ্চতা ১৩ ফুট।
  • হাতি খুব ত্বক সচেতন। তাই রোদে পোড়া থেকে বাঁচতে সারা শরীরে কাদা মেখে রাখে।
  • সমীক্ষা বলছে, মূল্যবান দাঁতের জন্য রোজ ১০০ হাতি খুন করা হয়।
  • আফ্রিকার হাতির ঘ্রাণশক্তি খুব প্রখর। এরা যে কোনো গন্ধ খুব ভালো চিনতে পারে।
  • এত বড় প্রাণি সামান্য একটা পতঙ্গের কাছে হার মানে। হাতির ‘যম’ হল মৌমাছি। এদের খুব ভয় পায় হাতিরা।
  • হাতি বেচারা! সারাদিন জেগে থাকলেই যেন ভাল হয় তার। কিন্তু একটু ঘুম তো দরকার! তাই ২-৩ ঘণ্টা একটু ‘নাক ডেকে’ নেওয়া আর কী।
  • একটি পূর্ণবয়স্ক হাতি ৩০০ কেজি খাবার খায়। আরও একটা মজার ব্যাপার, হাতির কোনো দিন কিডনির সমস্যা হবে না। কেন জানেন, হাতি প্রতিদিন ১৬০ কিলোগ্রাম পানি পান করে!
  • হাতিরা একে অপরের ডাক ৪ কিলোমিটার দূর থেকে শুনতে পারে। এমনকী ১৫০ মাইল দূর থেকে বৃষ্টির আভাস পায়। তা হলে বলা যেতেই পারে হাতির শ্রবণশক্তি অত্যন্ত তীক্ষ্ণ।
Recent Posts

Leave a Comment