শাহজালালের টয়লেটে ৩ কেজি সোনা

 In আইন আদালত, লিড নিউজ, শীর্ষ খবর

শাহজালালের টয়লেটে ৩ কেজি সোনা

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেটের একটি ময়লার ঝুড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। উদ্ধার সোনার ওজন ৩ কেজি বলে জানিয়েছেন অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল ইসলাম খান।

তিনি  জানান, সোমবার ভোরে বিমানবন্দরের ইমিগ্রেশন সংলগ্ন টয়লেটের ময়লার ঝুড়ি থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। এর আগে গোপন সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দারা বিমানবন্দরের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। ধারণা করা হচ্ছে, গোয়েন্দাদের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা সোনাগুলো কৌশলে টয়লেটের ময়লার ঝুড়িতে ফেলে পালিয়ে যায়। এ সময় টয়লেটের ঝুড়িতে সোনার বারগুলো পাওয়া যায়। ৫টি প্যাকেটে দুটি করে মোট ১০টি বার ছিল। উদ্ধার সোনার বারের আনুমানিক বাজারমূল্য দেড় কোটি টাকা। আইনানুগ প্রক্রিয়া শেষে বাংলাদেশ ব্যাংকে সোনার বারগুলো জমা দেওয়া হবে। বিমানবন্দরের ভিডিও ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে বলেও জানান তিনি।

Recent Posts

Leave a Comment