জাবি মুক্তমঞ্চ মাতালেন কাঙ্গালিনী সুফিয়া

 In বিনোদন

জাবি মুক্তমঞ্চ মাতালেন কাঙ্গালিনী সুফিয়া

তবু বুইড়ার মন পাইলাম নারে, পরাণের বান্ধবরে বুড়ি হইলাম তোর কারণে… ভাই বল আর বন্ধু বল কেউ তো কারোর নয়, বিপদ এলে তারাও একদিন পর হইয়া যায়.. গানে গানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ মাতালেন বাউল শিল্পী কাঙ্গালিনী সুফিয়া।

সোমবার সন্ধ্যায় ‘নাইওর লইয়া যাইও বন্ধু, ক্ষ্যাপা গাঙের নায়’ স্লোগানে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন আনন্দন আয়োজন করে ‘ফোক গানের’ এই সঙ্গীতানুষ্ঠানের।

এতে অতিথি শিল্পী হিসেবে গান পরিবেশন করেন কাঙ্গালিনী। কাঙ্গালিনীর গান পরিবেশনের সময় মুক্তমঞ্চ হয়ে যায় কানায় কানায় পরিপূর্ণ। তিল ধারণের ঠাঁই ছিল না কোথাও। গানের মূর্ছনায় বিমোহিত হয়ে উঠেন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে এছাড়াও সংগঠনটির সভাপতি মেহেদী হাসান কাব্য, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাজু, অর্থ সম্পাদক মল্লিকা হোসাইন লিজা, প্রচার সম্পাদক রঙ্গন, সাংস্কৃতিক সম্পাদক শিরিন শিলাসহ সংগঠনটির অন্যান্য শিল্পীরা গান পরিবেশন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনটির উপদেষ্টা ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানি, সংগঠনটির সাধারণ সম্পাদক জুমা আক্তার প্রিয়া প্রমুখ।

Recent Posts

Leave a Comment