সূত্র জানায়, ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় পুস্তকে ভোটাধিকার ও নির্বাচন এবং ৭ম শ্রেণিতে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নামে নতুন একটি করে অধ্যায় যোগ করার চিন্তা করছে কমিশন।
সূত্রমতে, ৬ষ্ঠ শ্রেণির নতুন অধ্যায়ে থাকবে ভোট, নির্বাচন, নির্বাচন কমিশনের গঠন ও কাজ প্রভৃতি আলোচ্য বিষয় খসড়া প্রস্তাবে রাখা হয়েছে। ৭ম শ্রেণির পাঠ্য পুস্তকে নির্বাচনের গুরুত্ব ও বিভিন্ন ধরনের নির্বাচন পদ্ধতি সম্পর্কে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে খসড়ায়।
সেখানে ৫ম শ্রেণির পাঠ্য পুস্তকে আমাদের দায়িত্ব ও কর্তব্য এবং অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তকে বাংলাদেশের রাষ্ট্র ও সরকার ব্যবস্থায় কিছু তথ্য পরিবর্তন করার প্রস্তাব করা হয়েছে।
এছাড়া ৯ম-১০ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ৯ম অধ্যায়ে ( বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন) এবং ৯ম-১০ম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যপুস্তকের ৭ম অধ্যায়ে (গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন) কিছু তথ্য সংযোজন ও বিয়োজনের প্রস্তাব করা হয়েছে খসড়া প্রস্তাবনায়।
এ বিষয়ে জানতে চাইলে ইসির সিনিয়র সহকারী সচিব মো. ফরহাদ হোসেন পরিবর্তন ডটকমকে জানান, এ সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছিল। যারা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে এ বিষয়ে মতামত চাইবেন। মতামত পাওয়ার পর তারা একটি খসড়া প্রস্তাব তৈরি করবেন কমিশন বৈঠকের জন্য। কমিশন বৈঠকে পাস হলে সেটি মন্ত্রণালয়ে পাঠানো হবে।