ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম জানান, সকালে ইউপি সদস্য রাহাতজান আলী গদখালী বাজারে অবস্থান করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আব্দুল মান্নান জানান, গুলিটি রাহাতজানের ডান হাত ভেদ করে বুকে লেগেছিল।