সোমবার দুপুরে মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজশাহী মহানগর জামায়াতের সাবেক আমীর আতাউর রহমানকে নগরীর লক্ষ্মীপুর মোড় থেকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। তাঁকে নাশকতার মামলায় আটক দেখানো হয়েছে। এছাড়াও বোয়ালিয়া মডেল থানা ১০ জন, রাজপাড়া ১৫ জন, মতিহার ৭ জন, শাহমখদুম ৪ জন এবং ডিবি পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ২০ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪ জন মাদক ব্যবসায়ী, ১৫ জন অন্যান্য মামলার আসামি।
সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।