মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রচার উপ-কমিটির এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, গয়েশ্বর বলেছেন তাদের দলের জন্য নাকি সামনে কঠিন সময়। আসলে বিএনপি দেশের মানুষকে বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে কঠিন সময়ের মধ্যে ফেলেছিল। তাই তাদের সামনে কঠিন পথ রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, উপকমিটির সহ সম্পাদক মারুফা আক্তার পপি প্রমুখ।
আগামী ২২ ও ২৩ তারিখ হতে যাচ্ছে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন।