হারিকেন ম্যাথিউ : হাইতিতে নিহত ৮৭৭, ফ্লোরিডায় ৪

 In দেশের বাইরে, শীর্ষ খবর

হারিকেন ম্যাথিউ : হাইতিতে নিহত ৮৭৭, ফ্লোরিডায় ৪

হারিকেন ম্যাথিউয়ের আঘাতে দ্বীপরাষ্ট্র হাইতিতে নিহতের সংখ্যা বেড়ে ৮৭৭-তে দাঁড়িয়েছে। হারিকেনটি শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হানার পর সেখানে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে শনিবার এ খবর দিয়েছে রয়টার্স।

এএফপির খবরে জানানো হয়, ফ্লোরিডায় নিহত চারজনের মধ্যে দুজন অসুস্থ হয়ে ও একজন ভেঙে পড়া গাছের আঘাতে মারা গেছেন।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব উপকূলীয় এলাকায় হারিকেন ম্যাথিউ আঘাত হানার পর থেকে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। সেখানকার রাস্তাঘাট প্লাবিত। প্রায় ১০ লাখ মানুষ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

গেলো মঙ্গলবার হারিকেন ম্যাথিউ হাইতির উপকূলে আঘাত হানে। ২০১০ সালে দেশটিতে ভূমিকম্প আঘাত হানার পর এটিই সবচেয়ে বড় বিপর্যয় বলে জাতিসংঘ জানিয়েছে। হাইতির পর বাহামা দ্বীপপুঞ্জে বৃহস্পতিবার আঘাত হানে ঘূর্ণিঝড়টি।

হারিকেন ম্যাথিউর আঘাতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন হাইতির মানুষ। সেখানে বর্তমানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। রাজধানী পোর্ট অব প্রিন্স এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগ রক্ষার একমাত্র সেতুটি বিধ্বস্ত হওয়ায় ত্রাণ সরবরাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এদিকে, এই প্রলয়ঙ্করী হারিকেন আরও কয়েকদিন থাকবে বলে জানিয়েছে বিশ্ব আবহাওয়া বিষয়ক সংস্থা ডব্লিউএমও।

ক্যাটাগরি ৩ এর হারিকেন ম্যাথিউ ফ্লোরিডা ও আশপাশের রাজ্যগুলোতে কি ক্ষয়ক্ষতি ডেকে আনবে তা এখন ওই অঞ্চলের মানুষের দুর্ভাবনার বিষয়। একদশকের মধ্যে হারিকেন ম্যাথিউ হচ্ছে সে অঞ্চলের সবচেয়ে ভয়াবহ হারিকেন।

Recent Posts

Leave a Comment