আমিরাতে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল

 In দেশের বাইরে

সংযুক্ত আরব আমিরাতে ১ নভেম্বর থেকে পেট্রোলের দাম গড়ে ৫.২৬ শতাংশ এবং ডিজেলের দাম ৮.৫২ শতাংশ বেড়েছে। স্থানীয় সময় রোববার (৩০ অক্টোবর) আমিরাতের মিনিস্ট্রি অব এনার্জির সিদ্ধান্ত মোতাবেক পেট্রোল ও ডিজেলের এ নতুন দাম ঘোষণা দেওয়া হয়।

তিন ক্যাটাগরির পেট্রোলে সুপার-৯৮ প্রতি লিটার ১.৮১ দিরহাম হতে ১.৯০ দিরহাম, স্পেশাল-৯৫ প্রতি লিটার ১.৭০ দিরহাম থেকে ১.৭৯ দিরহাম হবে আর ইপ্লাস-৯১ প্রতি লিটার ১.৬৩ দিরহাম হতে বেড়ে প্রতি লিটার ১.৭২ দিরহাম হবে। অর্থাৎ চলতি অক্টোবর মাসের দাম থেকে লিটার প্রতি ৯ ফিলস (বাংলাদেশি ১.৯১ টাকা) বৃদ্ধি পাবে। অর্থাৎ গড়ে মূল্য ৫.২৬ শতাংশ বেড়েছে।

অপরদিকে, ডিজেলের দাম প্রতি লিটার ১.৭৬ দিরহাম থেকে বৃদ্ধি করে প্রতি লিটার ১.৯১ দিরহাম করা হয়েছে। লিটার প্রতি ১৫ ফিলস (প্রায় ৩.২০ টাকা) বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ চলতি অক্টোবর মাস থেকে ৮.৫২ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

আমিরাতে প্রায়ই সব ছোট গাড়ি পেট্রোলে চলে আর বাস, ট্রাক থেকে শুরু করে যাবতীয় মেশিনারী ডিজেলে চলে।

পেট্রোলের আন্তর্জাতিক বাজার নিম্নমুখী হওয়ার পরও বিগত কয়েকমাস থেকে আমিরাতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হচ্ছে। তবে এ বৃদ্ধিতে যানবাহনের ভাড়া ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করা হয়নি।

Recent Posts

Leave a Comment