পাকিস্তানের সাথে হারলো বাংলাদেশের মেয়েরা

 In খেলাধুলা

টানা দুই ম্যাচে দাপুটে জয়ে আকাশে উড়ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু পাকিস্তানের কাছে বাজেভাবে হেরে মাটিতে নেমে আসতে হলো রুমানা আহমেদের দলকে। বুধবার এশিয়া কাপ টি-টুয়েন্টির ম্যাচে পাকিস্তানের মেয়েদের বিপক্ষে ৯ উইকেটের বড় পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। গড়েছে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন ইনিংসের লজ্জাও।

ব্যাংককে শুরুতে ব্যাটিংয়ে নেমে ১৫.৩ ওভারে মাত্র ৪৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ নারী দল। লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেট হাতে রেখে ৯.৫ ওভারেই জয়ে নোঙর ফেলে পাকিস্তান নারী দল।

থাইল্যান্ডে চলমান এশিয়া কাপ টি-টুয়েন্টিতে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বিবর্ণ ব্যাটিং প্রদর্শনীতে পথ হারানোর পরের ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে বোলারদের কল্যাণে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশের মেয়েরা। তৃতীয় ম্যাচে নেপালের মেয়েদের বিপক্ষে তো নিজেদের ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহই (১৩৩) তুলে ফেলে তারা। পরে বোলিং নৈপুণ্য জারি রেখে নিজেদের সর্বোচ্চ ব্যবধানের (৯২ রান) জয়ের ইতিহাসও গড়ে।

কিন্তু পরের ম্যাচেই ঠিক উল্টোটা দেখল বাংলাদেশ। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন ইনিংসটি যে এলো এদিনই। এর আগে নিজেদের সর্বনিম্ন দলীয় সংগ্রহটি ছিল ৫৪ রানের। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ভারতের গড়া ১১৮ রান তাড়া করতে যেয়ে ৫৪ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশের মেয়েরা।

বুধবার টস জিতে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগ্রেসরা। একসময় ২৭ রানেই ৯ উইকেট পড়ে গেলে আরো বেশি লজ্জা উঁকি দিচ্ছিল। সেটি হতে দেননি জাহানারা আলম। শেষ দিকে তার অপরাজিত ১২ রানেও অবশ্য দলীয় সংগ্রহটা ফিফটি পেরোয়নি।

জাহানারা ছাড়া এদিন দুই অংকের কোটা স্পর্শ করেছেন কেবল অধিনায়ক রুমানা আহমেদ। রুমানা ১১ রানে ফিরেছেন। বাকিদের মধ্যে সানজিদা ইসলাম (১), নিগার সুলতানা (২), শায়লা শারমিন (০), ফারজানা হক (২), সালমা খাতুন (১), ফাহিমা খাতুন (০), আয়েশা রহমান (২) সকলে ব্যর্থতার খাতায় নাম লিখিয়েছেন।

পাকিস্তানের হয়ে সানা মির ৩ ওভারে মাত্র ৫ রান খরচায় ৩ উইকেট নিয়ে ধ্বংসে মেতেছেন। আমিনা আনোয়ারের দখলে গেছে ২টি উইকেট। আলিয়া, আনাম, জাভেরিন ও নাদিয়া নিয়েছেন ১টি করে উইকেট।

লক্ষ্য তাড়া করতে নেমে আয়েশা জাফরকে (২) হারিয়ে শুরু করলেও জাভেরিন খান ও ইরাম জাভেদের কল্যাণে বড় জয়েই মাঠ ছাড়ে পাকিস্তান। জাভেরিন ২৬ ও ইরাম ১৭ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।

বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন খদিজাতুল কুবরা।

বুধবারের হারের পর ৪ ম্যাচে ২ সাফল্যে ভর করে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থাকছে বাংলাদেশ নারী দল। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পাকিস্তানের মেয়েরা থাকছে টেবিলের দুইয়ে। আর বাংলাদেশের চেয়ে এক ম্যাচ কম খেলে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ভারতের মেয়েরা রানরেটে এগিয়ে শীর্ষে।

উল্লেখ্য, এবারের নারী এশিয়া কাপে অংশ নিচ্ছে মোট ছয়টি দল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ছাড়াও টুর্নামেন্টে লড়ছে শ্রীলঙ্কা, নেপাল ও থাইল্যান্ডের মেয়েরা।

Recent Posts

Leave a Comment