ফকির ইলিয়াস এর একগুচ্ছ কবিতা

 In শিল্প-সাহিত্য

 

বৃষ্টিশ্রমিক

বিসর্জনের মাধ্যমেই একদিন সেরে যাবে সকল অসুখ। বৃষ্টির
গানে গানে গ্রামান্তর মাতিয়ে রাখবে পথিকের দল।কেউ বাজাবে
বাজনা- কেউ পাতার বাঁশিতে ফুঁ দিতে দিতে, জানাবে নিজেদের
অস্তিত্ব।অস্তিত্বহীন মেঘ- মাথার উপর দিয়ে উড়ে যেতে যেতে
বহন করবে পৃথিবীর সকল শোক। যারা কোনোদিন সুখ দেখেনি-
তারা চন্দ্রনিশান হাতে বেরোতে চাইবে রাতের বলয় থেকে।আর
অনাগত ভোর, ক্রমশ সরে যেতে থাকবে দূরে- বহুদূরে।

 

অর্জনের সুতোয় যে জীবন আত্মবুননের সময় পায় না-

কিংবা একটি ফুলের পাশে দাঁড়াবার ফুরসত পায় না
যে বসন্ত, তারাও মাথা তুলে দেখতে চাইবে বৃষ্টির যৌবন।
ওপাশ থেকে আসা একজন বৃষ্টিশ্রমিক পুনরায় দাঁড়াতে চাইবে
তাদের হাত ধরে।সকল সজীবতাকে স্পর্শ করার প্রত্যাশায়।

 

 

পেইন্টার

 

জোসনায় জ্যোতি উড়িয়ে দিচ্ছো তুমি।
প্রভাবিত প্রতিটি রাত দেখে নিজেই এঁকে
নিচ্ছো নিজের অবয়ব।যে অগ্নি
নিয়ন্ত্রণ করে সিন্ধু ও সভ্যতা,
তার পায়ে বেঁধে দিচ্ছো নীলনুপুর।

 

একের পর এক ছবি আঁকছো, বসন্তের-বেদনার।
অথচ আমার মুখমণ্ডল দেখে দেখে যে স্কেচের
আঁচড় রাখছো জমা-
তা কেবলই হয়ে যাচ্ছে ফ্যাকাশে।

 

এমন কি- প্রণম্য প্রেমও ভুলে যাচ্ছে
তার অনাদি উপমা।
 

রিফিউজি

 

যারা ভুলে যাচ্ছে একাকী একতারার কান্না-
তারা চাইছে নতুন জীবন। পরিসংখ্যান বলছে,
প্রতিটি চারমিনিটে একজন মানুষ রিফিউজি হচ্ছে
পৃথিবীর পথে পথে। না- ভুল বললাম !
পথে নয়- প্রান্তরে, প্রান্তরে।

 

ছোট হয়ে আসছে মানুষের প্রান্তর।
নিঃশ্বাস,নিসর্গ,নির্জনতা।
ছোট হয়ে আসছে যাত্রাপথ।
বাড়ছে প্রত্যাগত ঘরের গারদ।
কেউ পালাতে চাইছে। আর কেউ ফুলস্কেপ পোস্টারে
নিজের নাম লিখে ঝুলাচ্ছে গলায়।
‘মুক্তিকামী’ শব্দটিকে অনেকেই পড়ে নিচ্ছে
‘মৃত্যুকামী’- দখলের অানন্দে-আনন্দে।

 

 

পার্বণের রূপজন্ম

 

পাঁচশ’ বছর আগে এই পাতাগুচ্ছে আমার কোনও
স্মৃতিচিহ্ন ছিল না- ধূসর ঈগলের নখরের মতো,
এই মাটিতে ছিল না আমার নখের দাগ। অথবা-
একাকী নদীর কিনারে আমার নাম ধরে ডাকে’নি
কোনও বিদগ্ধ জোসনা—

 

ভাবতে ভাবতে আমার আকাশ নত হয়ে আসে।
জীবনই নমস্য কেবল- এমন কাঁপনধ্বনিতে আবার
প্রাণ পায় শীতের শিশির। মাঘের হাটে,
ফেরি করা বাঁশিওয়ালা তার ঝুলিতে হাত দিয়ে
দেখে- আর কোনও উৎসব জমা নেই।
পার্বণগুলো পুনরায় রূপজন্ম পেলে মানুষ
ভাসবে বরণবন্যায়, এমন সাহসে-
সহজেরা সেরে নিচ্ছে তাদের যাবতীয় পঠনবিদ্যা ।

Recent Posts

Leave a Comment