বাগেরহাটে বন্দুকযুদ্ধে ‘জেএমবি’ সদস্য নিহত

 In প্রধান খবর

বাগেরহাট সদরে পুলিশের সঙ্গে বন্দুযুদ্ধে এক ‘জেএমবি’ সদস্য নিহত হয়েছেন। সদর উপজেলার সিএন্ডবি বাজার এলাকার রাখালগাছি সংযোগ সড়কের কাছে শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহত ‘জেএমবি’ সদস্যের পরিচয় পাওয়া যায়নি।বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়  বলেন, ‘বাগেরহাট সদর উপজেলার সিএন্ডবি বাজার এলাকার রাখালগাছি সংযোগ সড়কের কাছে শনিবার রাত দেড়টার সময় কিছু সংখ্যক জেএমবি সদস্য নাশকতার পরিকল্পনা করছিল। এমন খবর পেয়ে জেলা গোয়েন্দা এবং সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে জেএমবি সদস্যরা পুলিশের গাড়ি লক্ষ্য করে হাতবোমা ছোড়ে এবং গুলি করে। এ সময় পুলিশ পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে জেএমবি সদস্যরা পিছু হটে চলে যায়। পর পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয় (আনুমানিক ৪০) এক জেএমবি সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।’

ঘটনাস্থল থেকে দুইটি শুটারগান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে পুলিশ সুপার জানিয়েছেন।

Recent Posts

Leave a Comment