ভারতে ৪.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

 In দেশের বাইরে

 

ভারতে ৪.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

ভারতের দিল্লি ও হরিয়ানা সীমান্তের কাছে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বৃহস্পতিবার ভোররাতে ভূমিকম্পটি আঘাত হানে। এর ফলে দিল্লি এবং তার আশপাশের এলাকা কেঁপে ওঠে।

ভারতের ভূতাত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল হরিয়ানা রাজ্যের রেওয়ারি জেলার বাওয়া এলাকায়। যার গভীরতা ছিল ১০ কিলোমিটার।ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভূমিকম্পে গুরগাঁও, গাজিয়াবাদ, নয়দাসহ আশপাশের এলাকা ভূমিকম্পে কেঁপে ওঠে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পটি ১ মিনিটের মতো স্থায়ী হয়। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মন্তব্য আসতে থাকে। কম্পনের ভয়াবহতায় আতঙ্কিত হয়ে পোস্ট করেন অনেকে।

Recent Posts

Leave a Comment