চারটি, তবে এ সংখ্যা হ্রাস-বৃদ্ধি হতে পারে।
যোগ্যতা
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ চার বছর মেয়াদি স্নাতক উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। শিক্ষাক্ষেত্রে নূন্যতম দুইটিতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী থাকলে আবেদন করা যাবে না।
ও-লেভেল বা এ-লেভেল পাসকৃতদের স্থানীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে এবং বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারীদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সমমান সার্টিফিকেট সংগ্রহ করে তথ্য জমা দিতে হবে।
বয়স
মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ৩১ আগস্ট পর্যন্ত অনূর্ধ্ব-৩২ ও নাতি-নাতনির ক্ষেত্রে বয়সসীমা অনুর্ধ্ব ৩০ বছর হতে হবে।
বেতন
নিয়োগপ্রাপ্ত অফিসার বেতন পাবেন ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা। এছাড়া থাকবে ভাতা ও অন্যান্য সুবিধা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা ৩১ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে কোনরকম আবেদন ফি ছাড়াই আবেদন করতে পারবেন।