তিনি আরো জানান, চলতি বছরেই ‘অস্তিত্ব টু’র প্রাথমিক প্রস্তুতি শেষ হবে। শুটিং ফ্লোরে যাবে জানুয়ারিতে।
অটিজম নিয়ে নির্মিত হয়েছিল ‘অস্তিত্ব’। দ্বিতীয় পর্বে একই বিষয় প্রাধান্য পাবে কিনা— তা জানতেও অপেক্ষা করতে বললেন এ নির্মাতা।
প্রথম পর্বের গল্প লিখেছেন কার্লোস সালেহ। চিত্রনাট্য ও সংলাপ যৌথভাবে লেখেন কার্লোস সালেহ, অনন্য মামুন ও সোমেশ্বর অলি। প্রযোজনা করেছিল ড্রিমবক্স লিমিটেড। শুভ-তিশার সঙ্গে আরো অভিনয় করেন নিঝুম রুবিনা, সুচরিতা, সুজাতা আজিম ও কাবিলা।
অনন্য মামুনের নতুন সিনেমা ‘আমি তোমার হতে চাই’তে অভিনয় করছেন বাপ্পি ও বিদ্যা সিনহা মিম। এছাড়া সম্প্রতি ‘আমার কলিজা’ নামের আরেকটি সিনেমার ঘোষণা দিয়েছেন তিনি।