ডিম ব্যবসায়ীর টাকা ছিনতাই, ২ পুলিশ রিমান্ডে

 In শীর্ষ খবর

ডিম ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের মামলায় ঢাকা মহানগর ট্রাফিক (উত্তর) পুলিশের কনস্টেবল লতিফুজ্জামান ও রাজিকুল ইসলামকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী শনিবার এ আদেশ দেন। এর আগে তাদের সিএমএম আদালতে হাজির ৭ দিন রিমান্ড আবেদন করেন শাহবাগ থানার উপ-পরিদর্শক দেবরাজ চক্রবতী।

ঢাকা মহানগরের পুলিশের অপরাধ, তদন্ত ও প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আনিসুর রহমান পরিবর্তন ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত শুক্রবার ছিনতাইয়ের অভিযোগে দুই পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়।

নথি থেকে জানা যায়, শুক্রবার ভোরে সোনারগাঁও হোটেলের মোড়ের সামনে মোটরসাইকেলে আসা ডিম ব্যবসায়ী বাছিরের কাছ থেকে কনস্টেবল লতিফুজ্জামান ৪৪ হাজার টাকা ছিনিয়ে নেন। এ সময় লতিফকে জাপটে ধরে ফেলেন ডিম ব্যবসায়ী বাছির। এ সময় মোটরসাইকেলে থাকা আরেকজন পালিয়ে যান।

পরে কারওয়ান বাজার মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের হাতে পুলিশের কনস্টেবল লতিফুজ্জামানকে জনতার সহযোগিতায় সোর্পদ করা হয়।

ঘটনার পরে শনিবার শাহবাগ থানায় ডিম বিক্রেতা আব্দুল বাছির কনেস্টেবলের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা করেন। মামলা দায়েরের পর লতিফুজ্জামানকে বরখাস্ত করেন ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগ।

Recent Posts

Leave a Comment