প্রথম দিনের দ্বিতীয় ম্যাচও পরিত্যক্ত

 In খেলাধুলা

 

শঙ্কা ছিল; সেটিই বাস্তবে রূপ নিল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্সের মধ্যকার ম্যাচটি বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ের দুই ঘণ্টারও পর পরিত্যক্ত ঘোষণা করা হয়।

 

শুক্রবার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টুয়েন্টি টুর্নামেন্ট বিপিএলের উদ্বোধনী ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে নামার কথা ছিল বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। কিন্তু ভোর থেকেই মিরপুরের আকাশে থেমে থেমে গুড়ি-গুড়ি বৃষ্টি হওয়ায় বিকেল পাঁচটায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। অন্যদিকে একই কারণে রাত ৯টা ২৫ মিনিটে খুলনা-রংপুরের ম্যাচও পরিত্যক্ত হয়। বৃষ্টির হানায় দিনের প্রথম ম্যাচ বাতিল হওয়ার পর মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে আইয়ুর বাচ্চুর গানের মূর্ছনায় আনন্দে মেতে ওঠেন দর্শকরা। এবারের আসরের প্রতিদিনই দুই ম্যাচের মধ্যবিরতিতে গান-নাচের ব্যবস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে চার-ছক্কার ফুলঝুড়ি দেখতে আসা দর্শকরা তারপরও শুক্রবার হতাশা নিয়েই মাঠ ছাড়েন। বিপিএলে আগামীকাল দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

দিনের প্রথম ম্যাচে দুপুর দুইটায় গত আসরের ফাইনালিস্ট বরিশাল বুলস খেলবে চিটাগং ভাইকিংসের বিপক্ষে। অন্যদিকে সন্ধ্যা সাতটায় শুরু হওয়া ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ ঢাকা ডায়নাইমাইটস। তবে আবহাওয়ার পূর্বাভাস শনিবারও বৃষ্টি হওয়ার সংকেত দিচ্ছে।

Recent Posts

Leave a Comment