লাইটার ফ্যাক্টরিতে আগুন : আরও এক নারীর মৃত্যু

 In প্রধান খবর

আশুলিয়ার লাইটার ফ্যাক্টরিতে আগুনে দগ্ধ আরও এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান। তার নাম মাহমুদা (২৫)।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া  এ তথ্য নিশ্চিত করেছেন। মাহমুদার মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, শরীরের ৩০ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল মাহমুদাকে।

গত ২২ নভেম্বর ঢাকার অদূরে আশুলিয়ার জিরাবোর কালার ম্যাক্স (বিডি) লিমিটেড নামের গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ২৬ জন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে আঁখি আক্তার (১৪) ও রোকেয়া আক্তার রকি (১৯) নামে দুই জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদের মধ্যে চারজন আইসিইউ, ছয়জন এসডিও এবং বাকিরা সাধারণ ওয়ার্ডে ভর্তি ছিলেন। ভর্তি হওয়াদের মধ্যে সোমবার সকালে একজন মারা গেলেন।

এর আগে ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, আশুলিয়ার ঘটনায় এখানে ভর্তি হওয়াদের কারো অবস্থাই বেশি ভালো নয়।’

তিনি বলেন, ‘আমরা সাধ্যমত চেষ্টা করছি তাদের জন্য।’

প্রধানমন্ত্রীর নির্দেশে আশুলিয়ার ঘটনায় আহত সবার চিকিৎসা সরকারি খরচে হচ্ছে।

Recent Posts

Leave a Comment