বর্ষবরণে শ্লীলতাহানির মামলায় মো. কামালকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন তদন্ত সংস্থা পিবিআই। ঢাকার সিএমএম আদালতের নারী ও শিশু জিআর শাখায় মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই এর পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক মঙ্গলবার এ অভিযোগপত্র দাখিল করেন। আদালত পুলিশের সহকারী-পরিদর্শক পার্থ চ্যাটার্জি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ মামলায় সাক্ষী করা হয়েছে ৩৪ জনকে।
গত ২৭ জানুয়ারি চকবাজারের কাজী দেওয়ান রোডের প্রথম লেনের ৭৭ নম্বর বাড়ি থেকে মো. কামালকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২০১৫ সালে শাহবাগ থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ বাদী হয়ে একটি মামলা করেন।মামলার পর ২০১৫ সালের ৯ ডিসেম্বর ডিবি পুলিশের উপ-পরিদর্শক দীপক কুমার দাস মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।
পরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়শ্রী সমাদ্দার প্রতিবেদনটি গ্রহণ না করে পুনঃতদন্তের নির্দেশ দেন।
এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের ১৪ এপ্রিল বর্ষবরণ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের লাঞ্ছনার ঘটনা ঘটে।
পরে এ ঘটনাটি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আট লাঞ্ছনাকারীকে শনাক্তের পর গণমাধ্যমে ছবি প্রকাশ করে পুলিশ।
তাদের ধরিয়ে দেওয়ার জন্য লাখ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়।