আবারও কমল স্বর্ণের দাম

 In লিড নিউজ

দুই সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম। প্রতি ভরি স্বর্ণে ৯০০ থেকে এক হাজার ১০০ টাকা পর্যন্ত কমেছে।

আগামীকাল বুধবার থেকে নতুন মূল্যে স্বর্ণ বিক্রি হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

আজ মঙ্গলবার  বাজুসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের নতুন এ মূল্য সম্পর্কে জানানো হয়েছে।

নির্ধারিত নতুন মূল্যতালিকায় সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক  হাজার ১০৮ টাকা কমে ৪৪ হাজার ৭৯০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৪৫ হাজার ৮৯৮ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক হাজার ১৬৫ টাকা কমে বিক্রি হবে ৪২ হাজার ৬৯০ টাকা। আগে দাম ছিল ৪৩ হাজার ৮৫৬ টাকা। ১৮ ক্যারেটে ৮৭৪ টাকা কমে ভরিপ্রতি দাম নির্ধারণ করা হয়েছে ৩৭ হাজার ৩৩ টাকা। আগে দাম ছিল ৩৭ হাজার ৯০৮ টাকা।

অন্যদিকে, সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণ ৯৯১ টাকা কমে ২৪ হাজার ২৮ টাকায় বিক্রি হবে। আগে দাম ছিল ২৫ হাজার ১৯ টাকা।

তবে রুপার দামের কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে প্রতি ভরি রুপার দাম রয়েছে এক  হাজার ৫০ টাকা।

আন্তর্জাতিক বাজারের স্বর্ণের দাম কমায় দেশের বাজারে নতুন করে আবার দাম কমানো হয়েছে বলে বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা জানিয়েছেন।

Recent Posts

Leave a Comment