ইসলামী আন্দোলনের প্রতিবাদ মিছিলে পুলিশের বাধা

 In শীর্ষ খবর

 

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর রাষ্ট্রীয় নির্যাতন-নিপীড়ন ও হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন আজ মঙ্গলবার বিশাল মিছিল নিয়ে মিয়ানমার দূতাবাসে স্মারকিলপি দিতে যায়। ছবি : ফোকাস বাংলা

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর রাষ্ট্রীয় নির্যাতন-নিপীড়ন ও হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলনের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে দলের নেতাকর্মীদের বিশাল মিছিল বের হয়।

মিছিলটি পল্টন মোড় হয়ে নাইটিঙ্গেল মোড়ে গেলে পুলিশের ব্যারিকেডে সেখানেই থেমে যায়। পরে শান্তিপূর্ণভাবে মিছিলের সমাপ্তি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির  মুফতি মাওলানা সৈয়দ রেজাউল করীম। সেখান থেকে পাঁচজনের একটি প্রতিনিধিদল নিয়ে মিয়ানমার দূতাবাসে স্মারকলিপি দিতে যান সংগঠনটির আমির।

এর আগে বায়তুল মোকাররমের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশে ইসলামী আন্দোলনের নেতারা বলেন, রোহিঙ্গা মুসলমানদের ওপর অত্যাচার বন্ধ না করলে আগামীতে আরো বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। সংগঠনের আমির মিয়ানমারের মানবাধিকার লঙ্ঘন বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।

Recent Posts

Leave a Comment