ডেলিভারির রোগীকে তাড়িয়ে দেওয়ায় ডাক্তার-নার্সকে তলব

 In প্রধান খবর

বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাজেদা বিবি নামে এক রোগীর সন্তান প্রসবে ব্যবস্থা না নিয়ে হাসপাতাল থেকে তাড়িয়ে দেওয়ায় রুল জারি করেছেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের আইনজীবী শামীম সরদার এ সংক্রান্ত একটি প্রতিবেদন হাইকোর্টের নজরে আনেন। প্রতিবেদনটি নজরে নিয়ে আদালত স্বপ্রণোদিত রুল দেন।

রুলে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মোখলেছুর রহমান ও নার্স সুষমা রাণীকে ১৪ ডিসেম্বর স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে এই ঘটনা সংক্রান্ত একটি প্রতিবেদন বগুড়ার ডিসিকে একইদিন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

‘তাড়িয়ে দিল নার্স, মাঠে প্রসব এবং নবজাতকের মৃত্যু’ শিরোনামে জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী শামীম সরদার।

কেন এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

স্বাস্থ্যসচিব, বগুড়া জেলা প্রশাসক, বগুড়ার এসপি, ওসি শেরপুর, সিভিল সার্জন বগুড়া, আবাসিক মেডিকেল অফিসার বগুড়া ও উপজেলা নির্বাহী অফিসারকে রুলে বিবাদী করা হয়েছে।

Recent Posts

Leave a Comment