দুই প্রবীণকে টপকে ভারতের নতুন সেনাপ্রধান বিপিন

 In দেশের বাইরে
ভারতীয় নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত।

বিমান বাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন এয়ার মার্শাল বি এস ধানোয়া।

এছাড়া অনিল ধাসমানাকে রিসার্চ এণ্ড অ্যানালিসিস উইংয়ের (র’) প্রধান এবং রাজীব জৈনকে ইন্টেলিজ্যান্স ব্যুরোর (আইবি) প্রধান ঘোষণা করা হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বর্তমান সেনাপ্রধান জেনারেল দলবীর সিং আগামী ৩১ ডিসেম্বর অবসর যাচ্ছেন।

তার জায়গায় নতুন সেনাপ্রধান হিসেবে ইস্টার্ন কমান্ডের প্রধান লে. জেনারেল প্রবীণ বক্সীর দায়িত্ব পাবেন বলে আলোচনা ছিল।

কিন্তু শনিবার প্রবীণের পরিবর্তে বিপিন রাওয়াতকেই পরবর্তী সেনাপ্রধান ঘোষণা করে ভারতের কেন্দ্রীয় সরকার।

সেনাবাহিনীতে বর্তমান প্রধান জেনারেল দলবীর সিংহের পরে লেফটেন্যান্ট জেনারেল প্রবীণ বক্সি বাহিনীর প্রবীণতম অফিসার। এখন তিনি ফোর্ট উইলিয়ামে ইস্টার্ন কমান্ডের প্রধান হিসেবে কর্মরত। সাম্প্রতিক অতীতে ইস্টার্ন কম্যান্ডের প্রধানরাই সেনাপ্রধানের দায়িত্ব পেয়েছেন। কিন্তু বক্সি ও ওয়েস্টার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল পি হারিজকে টপকে প্রধান হয়েছেন রাওয়াত।

আগামী ১০ জানুয়ারি থেকে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করবেন একাদশ গোর্খা রাইফেলের প্রধান বিপিন।

বিমান বাহিনীর প্রধান মার্শাল অরুপ রাহাও ৩১ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। তার উত্তরসুরি হিসেবে বাহিনীর উপ-প্রধান এয়ার মার্শাল বি এস ধানোয়ার নাম ঘোষণা করা হয়।

র’ এবং আইবিএ প্রধান

ভারতের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা র’প্রধান রাজিন্দার খান্না ৩১ ডিসেম্বর অবসরে যাচ্ছেন।

খান্নার স্থলাভিষিক্ত হচ্ছেন ১৯৮১ ব্যাচের মধ্যপ্রদেশ ক্যাডারের আইপিএস কর্মকর্তা অনিল ধাসমানা। গত ২৩ বছর ধরে র’র হয়ে দায়িত্ব পালন করছেন তিনি। আগামী দু’বছর সংস্থাটির প্রধানের দায়িত্ব পালন করবেন তিনি।

এদিকে আরেক গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা আইবির বর্তমান প্রধান দীনেশ্বর শর্মা মেয়াদ শেষে ৩১ ডিসেম্বর অবসরে যাচ্ছেন।

শর্মার জায়গায় নতুন প্রধান হিসেবে আসছেন ১৯৮০ ব্যাচের ঝাড়খণ্ড ক্যাডারের আইপিএস কর্মকর্তা রাজীব জৈন। বর্তমানে তিনি সংস্থাটির স্পেশাল ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন।

Recent Posts

Leave a Comment