বাবা শাকিলের প্রতি মেয়ে মৌউপী

 In দেশের ভেতর

 

বাবা শাকিলের প্রতি মেয়ে মৌউপী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারি প্রয়াত মাহবুবুল হক শাকিলের মেয়ে জাকিয়া রুবাবা মৌউপী। অকালে বাবাকে হারিয়ে কবিতায় তুলে ধরার চেষ্টা করেছেন তার কিছু কষ্টের রূপ।  পাঠকদের জন্য কবিতাটি তুলে ধরা হলো।

 

চোখে হারাই

(কৈফ মজনুনের জন্য)

রাত পোহালেই ফানুসের ওড়া শুরু
বারান্দা তবু তিনদিন ধরে বিরান
ছাই পড়া কাপে বাষ্প উঠছে নতুন,
নিকোটিন নয়, আত্মীয়তার ঘ্রাণ।

নিশির ডাকে ছেড়ে চলে যাই বাড়ি
ফাঁকা গুলি ওড়ে মেঘের পাঁজরজুড়ে
চোখ ঘোলা হয় চায়ের চুমুকে আবার
পকেটঘড়িতে সাড়ে সাত বাজে ঠিকই,
ছাতিম গাছের সময় হয়েছে যাবার।

এক ফালি চাঁদে তোমার আমার থাকা,
আধ ফালি চাঁদ তোমার আমার ঘর
দেড় ফালি চাঁদে তোমার বুকে শুয়ে
মরুভূমি খুঁজে পায় এক যাযাবর।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে মৃত অবস্থায় পাওয়া যায় মাহবুবুল হক শাকিলকে। তিনি এক কন্যা ও স্ত্রী রেখে গেছেন। তার কন্যা মৌউপী এবার এসএসসি পরীক্ষা দিবেন। শুক্রবার শাকিলের পৈত্রিক বাড়ি ময়মনসিংহে কুলখানি অনুষ্ঠান। এই দিনে কবিতাটি লিখলেন মৌউপী। মাহবুবুল হক শাকিলও কবি ছিলেন। তার শেষ কবিতা মৃত্যুর আগে ফেইসবুকে পোস্ট করেছিলেন- ‘এলা, তোমার জন্য ভালবাসা।’ কবিতাটি তার মৃত্যুর পর আলোচিত হয়।

Recent Posts

Leave a Comment