অস্ত্র মামলায় সালমান খানকে অব্যাহতি

লাইসেন্সবিহীন অস্ত্র দিয়ে গুলি করে হরিণ হত্যার অভিযোগে করা মামলা থেকে বলিউড অভিনেতা সালমান খানকে অব্যাহতি দিয়েছেন আদালত।
বুধবার ভারতের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ রাজস্থানের যোধপুর শহরে ম্যাজিস্ট্রেট দলপত সিং রাজপুরোহিতের আদালত এ আদেশ দেন। খবর এএফপির।
রায়ে ম্যাজিস্ট্রেট বলেন, সালমান লাইসেন্সবিহীন অস্ত্র বহণ এবং ব্যবহার করেছেন কি না তা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে না পারায় তাকে খালাস দেয়া হয়েছে।
যোধপুর সংলগ্ন কাংকানি এলাকায় ১৯৯৮ সালে একটি চলচ্চিত্রের শুটিংকালে বিরল প্রজাতির দুটি কৃষ্ণসার হরিণ হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় সালমানের বিরুদ্ধে চারটি মামলা করা হয়।
বুধবারের রায়ের মধ্য দিয়ে ৫১ বছরের সালমান খান হরিণ হত্যা সংক্রান্ত তিনটি মামলা থেকে খালাস পেলেন।
তবে অস্ত্র আইনে করা আরেকটি মামলা এখনও চলমান রয়েছে। এ মামলায় দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।
এদিকে রায় উপলক্ষে মঙ্গলবারই যোধপুর পৌঁছান সালমান খান। রায়ের সময় তিনি কালো স্পোর্টিং সানগ্লাস পরে আদালতে হাজির হন।
রায় শুনতে আসা সালমান ভক্তদের সামলাতে আদালতের বাইরে কয়েক শত পুলিশ মোতায়েন করা হয়েছিল।
এদিকে রায় ঘোষণার কিছু সময় পরেই ‘শুভ কামনা এবং সমর্থনের জন্য’ ভক্তদের ধন্যবাদ জানিয়ে টুইট করেন সালমান।