এখন পর্যন্ত নাম জমা দেয়নি কোনো দল

 In দেশের ভেতর, শীর্ষ খবর

দেশের বিশিষ্ট ১২ জন নাগরিকের সঙ্গে সার্চ কমিটির বৈঠক- যুগান্তর
নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে পাঁচজন করে বিশিষ্ট ব্যক্তির নাম জমা চেয়েছিল সার্চ কমিটি। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনো দলই তাদের নামের তালিকা জমা দেয়নি।

এদিকে নামের তালিকা জমা দেয়ার সময় চার ঘণ্টা বাড়ানো হয়েছে।

সোমবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে দেশের বিশিষ্ট ১২ জন নাগরিকের সঙ্গে সার্চ কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘এখনো আমরা কারো নামের তালিকা হাতে পাইনি। দেখা যাক কালকে (মঙ্গলবার) পর্যন্ত তো সময় আছে।’

মঙ্গলবার বেলা ১১টার পরিবর্তে দলগুলোর নামের এই তালিকা জমা দেয়ার সময় চার ঘণ্টা বাড়িয়ে বিকাল ৩টা পর্যন্ত করা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি জানান, সার্চ কমিটির পরবর্তী বৈঠক মঙ্গলবার বিকাল ৪টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত হবে।

এছাড়া বুধবার বেলা ১১টায় একই জায়গায় দেশের আরো পাঁচজন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বসবে সার্চ কমিটি। এরা হলেন- সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোহাম্মদ আবু হেনা, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ।

উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেন।

কমিটির অপর সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, মহা হিসাব নিরীক্ষক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি শিরীণ আখতার।

সার্চ কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে নতুন নির্বাচন কমিশনের জন্য নাম প্রস্তাবের দায়িত্ব দেয়া হয়েছে। তাদের সুপারিশ থেকেই অনধিক পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি।

Recent Posts

Leave a Comment